সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ২১:০৬ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ২২:১৭ পিএম
ফাইল ফটো
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চিনাকান্দি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে মো. সাইদুল ইসলাম (২৪)।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ মাছিমপুর বিওপি এবং প্রতিপক্ষ ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯/এমপি থেকে আনুমানিক ২০ থেকে ২২ গজ ভারতের অভ্যন্তরে গামারীতলা নামক স্থানে বাংলাদেশী সুপারী নিয়ে চোরাকারবারের উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফের করাইগড়া ক্যাম্পের টহল দল এই চোরাকারবারীকে লক্ষ্য করে গুলি করলে সাইদুল গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিকুর ইসলাম বলেন, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর জানা যাবে কী ধরনের বুলেট শরীরে লেগেছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, এই এলাকায় টহল তৎপরতা জোরদারসহ গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। এই ব্যাপারে প্রতিপক্ষ বিএসএফকে ব্যাটালিয়ন পর্যায়ে প্রতিবাদলিপি প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।