× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালমনিরহাটে বিএনপির নেতাকর্মীদের লাঠিচার্জের অভিযোগে দুই ওসি প্রত্যাহার

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ২০:২৬ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ২১:০২ পিএম

আব্দুল কাদের ও ফিরোজ হোসেন। ছবি: সংগৃহীত

আব্দুল কাদের ও ফিরোজ হোসেন। ছবি: সংগৃহীত

লালমনিরহাট সদর উপজেলায় লাঠিচার্জ করে বিএনপি নেতাকর্মীদের আহত করার অভিযোগে দুই ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ও ডিবি পুলিশের ওসি ফিরোজ হোসেন। 

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে তাদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে লালমনিরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় সদরের মোস্তফি এলাকায় একটি কোল্ড স্টোরেজে দাওয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও দুই ওসি। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আখের ইসলাম। সেসময় তিন বিএনপি কর্মী অনুষ্ঠানের ছবি তোলায় পুলিশ তাদের আটক করে। এ খবর বাইরে গেলে শতাধিক বিএনপি নেতাকর্মী সেখানে যান। পরে বিএনপি নেতাকর্মীরা পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করলে রাত ১১টার দিকে পুলিশ সড়ক অবরোধকারীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সাত্তার জানান, মাদকসহ একাধিক মামলার আসামি আখের উদ্দিনের হিমাগারে পুলিশের রংপুর, কাউনিয়া ও লালমনিরহাটের শীর্ষ কর্মকর্তারা দাওয়াতে অংশ নেন।

ওই কোল্ড স্টোরেজ দখল নেওয়া নিয়ে বর্তমান একটি রাজনৈতিক দলের নেতাকর্মীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীর দ্বন্দ্বের সূত্র ধরেই এরকম ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুল কাদের ও জেলা ডিবি পুলিশের ওসি ফিরোজ হোসেন।

তবে লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের দাওয়াতের প্রসঙ্গটি এড়িয়ে বলেন, ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল ছিল। সেখানে সড়ক অবরোধ দেখে পুলিশ লাঠিচার্জ করে।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ওই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে তাদের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা