নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ২০:০৫ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ৭১ যেমন আমাদের শিকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, ২৪-এর অভ্যুত্থানও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। জুলাই-আগস্ট-২৪-এর অভ্যুত্থানের বিষয়টি একটি লিখিত আকারে থাকুক। এই ঘোষণা লিখিত আকারে সংবিধানে স্থান দেওয়া হোক।
বুধবার (৮ জানুয়ারি) নরসিংদীর জেলখানা গেটে ৭ দফা দাবি সংবলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে নরসিংদীতে লিফলেট বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে পুলিশ ছাত্র-জনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। খুনি হাসিনা প্রত্যক্ষ-পরোক্ষভাবে পুলিশের ইমেজ সংকটে ফেলেছে। এই হারানো ইমেজ কাজের মাধ্যমেই পুলিশকে ফিরিয়ে আনতে হবে। এজন্য জনগণের বন্ধু হয়ে উঠুন। মাথা উঁচু করে আগামীর বাংলাদেশে বেঁচে থাকার পাশাপাশি পোশাকের মর্যাদা রক্ষা করুন।
এ সময় ইটাখোলা মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে সারজিস আলম বলেন, জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও দোষরদের বিচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখসহ ৭ দফা যৌক্তিক দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এ সময় তার সঙ্গে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ নরসিংদী ও শিবপুরের শত শত সমন্বয়ক শিক্ষার্থী-জনতা অংশ নেয় এই কর্মসূচিতে।