× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪-এর অভ্যুত্থান অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে : সারজিস আলম

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ২০:০৫ পিএম

২৪-এর অভ্যুত্থান অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে : সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ৭১ যেমন আমাদের শিকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, ২৪-এর অভ্যুত্থানও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। জুলাই-আগস্ট-২৪-এর অভ্যুত্থানের বিষয়টি একটি লিখিত আকারে থাকুক। এই ঘোষণা লিখিত আকারে সংবিধানে স্থান দেওয়া হোক।

বুধবার (৮ জানুয়ারি) নরসিংদীর জেলখানা গেটে ৭ দফা দাবি সংবলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে নরসিংদীতে লিফলেট বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে পুলিশ ছাত্র-জনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। খুনি হাসিনা প্রত্যক্ষ-পরোক্ষভাবে পুলিশের ইমেজ সংকটে ফেলেছে। এই হারানো ইমেজ কাজের মাধ্যমেই পুলিশকে ফিরিয়ে আনতে হবে। এজন্য জনগণের বন্ধু হয়ে উঠুন। মাথা উঁচু করে আগামীর বাংলাদেশে বেঁচে থাকার পাশাপাশি পোশাকের মর্যাদা রক্ষা করুন। 

এ সময় ইটাখোলা মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে সারজিস আলম বলেন, জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও দোষরদের বিচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখসহ ৭ দফা যৌক্তিক দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এ সময় তার সঙ্গে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ নরসিংদী ও শিবপুরের শত শত সমন্বয়ক শিক্ষার্থী-জনতা অংশ নেয় এই কর্মসূচিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা