গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:৫৯ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ২০:১১ পিএম
গোপালগঞ্জে ‘শস্যপূর্ণ গোপালগঞ্জ খাদ্যে স্বয়ম্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যে কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কৃষি সম্মেলন অনুষ্ঠিত। বুধবার (৮ জানুয়ারি) সকালে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলার সরকারি সকল দপ্তরের প্রধানসহ ৮ শতাধিক কৃষক অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
কৃষির সম্ভাবনা, কৃষকের সমস্যা ও সমাধানের কথা তুলে ধরে সম্মেলনের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আ. কাদের সরদার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও গোপালগঞ্জ জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম অলিউর রহমান বাবুল।
এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল, ফরিদপুর বিএডিসির যুগ্ম পরিচালক (সার) কৃষিবিদ এসএম ইকরামুল হক ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন অর রশিদ জেলার কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
সদর উপজেলার করপাড়া গ্রামের কৃষক বিপ্লব সরকার, রঘুনাথপুর গ্রামের কৃষাণী রিতা কীর্ত্তনীয়া, টুঙ্গিপাড়া উপজেলার কৃষক শক্তি কীর্ত্তনীয়া, পাকুরিয়া গ্রামের খলিল শেখ, মুকসুদপুর উপজেলার কৃষক মামুন ফকির, গোহালা গ্রামের জাহিদ হোসেন, কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের মো. বাবুল সিকদার, সার ডিলার কবির মাহমুদ, নূরুল আমিন প্রমুখ কৃষকের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন।
আলোচনায় কৃষিতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জেলার কৃষি সমস্যার সমাধান, জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির উর্বরতা বৃদ্ধিতে জৈবসারের ব্যবহারসহ নানান দিক উঠে আসে।