× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আওয়ামী লীগ ফিরবে’ বার্তা দেখে ভাঙচুর হাসপাতালে

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:৫২ পিএম

‘আওয়ামী লীগ ফিরবে’ বার্তা দেখে ভাঙচুর হাসপাতালে

নোয়াখালীর মাইজদী শহরের একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল ডিসপ্লেতে হঠাৎ ভেসে ওঠে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ বার্তাটি। এর পরপরই যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে হাসপাতালে ভাঙচুর চালান।

এ সময় রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে বলছে, ডিসপ্লেটি এতদিন বন্ধ ছিল। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে স্থানীয় কয়েকজন এতে সংযোগ দিলে বার্তাটি ভেসে ওঠে। এক চিকিৎসকের সঙ্গে বিরোধ থেকে ঘটনাটি ঘটানো হয়েছে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাইজদীর হাসপাতাল রোডের সিটি হসপিটালের মূল ফটকের ডিসপ্লেতে ওই লেখা ভেসে ওঠে। এটি জানাজানি হলে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তারা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। সেনাসদস্যরা এ সময় ঘটনাস্থল থেকে বাবলু নামে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। 

হাসপাতালের কর্মচারী আলাউদ্দিন বলেন, হামলার ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি দল এবং সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিটি হসপিটালের ম্যানেজার কাজী মো. শাহজাহান নাজিম বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে প্রথম হাসপাতালের ডিজিটাল ডিসপ্লেতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। তখন আমাদের নৈশপ্রহরী সেটার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। পরে এটা নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি। মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় কিছু লোকজন এসে আবার ডিসপ্লেতে কানেকশন দেয় এরপর লেখাটি পুনরায় ভেসে ওঠে। ডিসপ্লের ওপর হাসপাতালের কোনো অ্যাপ, তার বা মোবাইলের নিয়ন্ত্রণ নেই। এটি হাসপাতালের বাইরে থাকা একটি পেনড্রাইভের মাধ্যমে চলে।

তিনি অভিযোগ করেন, ডিসপ্লেতে ওই লেখাটি ওঠেনি। এটি ঘটানো হয়েছে। এরপর হাসপাতালের অ্যাম্বুলেন্স, প্রাইভেটকারসহ হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং নগদ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়। এতে প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হাসপাতালের ডাক্তার সালমা ইসলামের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির বিরোধ ছিল। ধারণা করছি ওই বিরোধের জেরে এই ঘটনা ঘটানো হয়। 

হাসপাতালে দলীয় কর্মীদের হামলার বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, ওই হাসপাতালের ডিজিটাল স্ক্রিনে আওয়ামী লীগ ফিরে আসার প্রচারণার খবর পেয়ে দলীয় কিছু কর্মী-সমর্থক প্রতিবাদ জানাতে গিয়েছিল। এর মধ্যে অতি উৎসাহী দুয়েকজন হাসপাতালে কিছুটা ভাঙচুর করেছে। পরে আবার দলের লোকজনই তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বলেন, ঘটনাস্থলে স্বাস্থ্য বিভাগের একটি টিম তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, হাসপাতাল সড়কের একটি হাসপাতালে হামলা-ভাঙচুরের খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এখনও লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা