× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবির বাধায় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:৩৮ পিএম

বিজিবির বাধায় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা নিরসনে বিজিবির আহ্বানে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক ও বিকালে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা অনুষ্ঠিত হয়। বর্তমানে ভারতীয় অংশে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখায় চৌকা সীমান্তের সবশেষ পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছে বিজিবি।

এ ছাড়া নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় বন্ধ রয়েছে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ। এ নিয়ে বর্তমানে সেখানেও পরিস্থিতি শান্ত রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক মাস আগে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের শূন্যরেখার কাছাকাছি একটি কাঁচা সড়ক নির্মাণ করে বিএসএফ। সেই সড়কঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কোনো ধরনের আলোচনা ছাড়াই গত রবিবার সন্ধ্যায় ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুবদেলপুর এলাকায় স্থানীয় বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি শুরু করেন। এতে বাধা দেয় বিজিবি। সোমবার সকালে ফের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেন বিএসএফ সদস্যরা। এ সময় বিজিবির বাধায় কোনো কর্ণপাত না করায় ওইদিন বিকালে বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হয়। তবে কোনো সমাধান হয়নি। মঙ্গলবার সকালে বিএসএফের পক্ষ থেকে আবার কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সতর্ক অবস্থান নেয় বিজিবি।

বুধবার বিকালে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। 

এদিকে, নওগাঁর বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় বন্ধ হলো বিএসএফের কাঁটাতারের বেড়া। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বুধবার সকালে বিএসএফের কাজ বন্ধ করে দেয় নওগাঁ ১৪ বিজিবি। 

নওগাঁর ১৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। আজ (বুধবার) সকালে হঠাৎ বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আসে। আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ছাড়া স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুদেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙে কাঁটাতার নির্মাণ করতে আসেন। জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। এ সময় কাজ না করেই ফিরে যান বিএসএফ সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা