কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:৩৫ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:৩৮ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকার যেহেতু সব রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার দায়িত্ব নিয়েছে, তাই আমরা ৩১ ডিসেম্বর ঘোষণাপত্রটি ঘোষণা করিনি।
কিন্তু দুঃখজনক বিষয় হলো এতদিন কেটে গেলেও সরকার এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ১৫ জানুয়ারির মধ্যে এই ঘোষণাপত্র দিতে হবে।
বুধবার (৮ জানুয়ারি) কুমিল্লা নগরীতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের সমর্থনে জনসংযোগ শেষে শহরের টাউন হল মাঠে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে পুলিশ লাইন্স থেকে শুরু করে কান্দিরপাড়সহ নগরীর বিভিন্ন সড়কে জনসংযোগ করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ঘোষণাপত্রে অবশ্যই শহীদ ও আহতদের স্বীকৃতি দিতে হবে। ৪৭, ৭১ ও ২৪-এর যে ধারাবাহিকতা সেখানে সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি তার বর্ণনা থাকতে হবে। যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে তাদের অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে।