× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজী টায়ারসে আগুন

নিখোঁজ স্বজনদের থানায় অবস্থান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:১৬ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:৩২ পিএম

নিখোঁজ স্বজনদের থানায় অবস্থান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারসের কারখানায় লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনায় নিখোঁজদের সন্ধান চেয়ে বিক্ষোভ করেছেন পরিবারের সদস্যরা। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ থানার সামনে বিক্ষোভ করেন তারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে নিখোঁজদের ছবি হাতে নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে রূপগঞ্জ থানার সামনে অবস্থান করেন স্বজনরা। একপর্যায়ে থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা বিক্ষুব্ধ স্বজনদের বুঝিয়ে থানা থেকে সরিয়ে দেন।

শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৫ আগস্ট গাজী টায়ারসে লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। টানা পাঁচ দিন ধরে আগুন জ্বলে কারখানায়। কারখানাটির মালিক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। গত বছরের ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসনের এক তদন্ত প্রতিবেদনে এ অগ্নিকাণ্ডে ১৮২ জন নিখোঁজ রয়েছেন বলে উল্লেখ করা হয়।

নিখোঁজদের সন্ধান চেয়ে বিক্ষোভের সময় স্বজনরা বলেন, আগুনের ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেলেও নিখোঁজদের কোনো সন্ধান দিতে পারেনি সরকারি কোনো সংস্থা। অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়েছে কি না, সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলছে না প্রশাসন। কারখানার ভেতর দেহাবশেষ কিছু আছে কি না, সে ব্যাপারেও অনুসন্ধান চালানো হয়নি। নিখোঁজদের সন্ধান দিতে প্রশাসন অবহেলা করছে বলেও অভিযোগ করেন তারা। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, গাজী টায়ারসে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি ১৮২ জন নিখোঁজের একটি তালিকা তৈরি করেছে। ওই সময় সেনাবাহিনী কাজ করেছে। যাদের নাম বাদ পড়েছে তারা নতুন করে নাম-ঠিকানা দিলে আবার খোঁজ নেওয়া হবে।

এর আগে গত ২৯ ডিসেম্বর নিখোঁজদের স্বজনরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা