মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:১৩ পিএম
নিহতদের উদ্ধারে স্থানীয়রা। প্রবা ফটো
মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ জন কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার গাংনী উপজেলার আকুবপুর নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাংনী উপজেলা পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম ও সৌরভ হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকী। তারা দুজনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।
প্রত্যক্ষদর্শী থেকে জানা গেছে, কলেজে নবীনবরণ শেষ করে বাড়ি ফেরার পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক জায়গায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী সিয়াম নিহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরপুর নামক স্থানে আব্দুল্লাহ আল বাকির মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’