কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৩ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৫ পিএম
নিহত আহাদ।
কক্সবাজারে নিখোঁজের ৮ ঘণ্টা পর আল মুহাম্মদ হক আহাদ নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল ৫টা থেকে নিখোঁজ হয় আহাদ। রাত ১টার দিকে কক্সবাজারের কলাতলীর ডিসি পাহাড় এলাকার নিজ বাড়ির পাশের একটি খালি প্লট থেকে উদ্ধার করা হয় আহাদের মরদেহ।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহাদ ওই এলাকার অনোয়ারুল হকের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণীর শিক্ষার্থী।
ওসি ইলিয়াস খান জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে শিশু আহাদ নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। প্রায় রাত ১টার দিকে বাড়ির পাশের একটি খালি প্লট শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শিশুটির গলায় চাপ দেয়ার চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।