× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে গাড়িচাপায় ছাত্র হত্যা, সেই আলোচিত চালক গ্রেপ্তার

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১২:৩৪ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৩:৪৪ পিএম

গাড়িচালক হারুনুর রশিদ। প্রবা ফটো

গাড়িচালক হারুনুর রশিদ। প্রবা ফটো

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গাড়িচাপায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) তাকে ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিস প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর মাহমুদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হারুনুর রশিদ ময়মনসিংহ সদরের কেওয়াটখালি বাইপাস রোডের জয়নাল আবেদীনের ছেলে। তিনি শেরপুর ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়িচালক ছিলেন।

আদালতসূত্রে জানা গেছে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গাড়িচাপায় কলেজ শিক্ষার্থী সবুজ মিয়া, মাহবুব আলম ও শারদূল আশীষ সৌরভকে হত্যার তিন মামলায় হারুনুর রশিদকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার রাতে সদর থানার এসআই আনসার আলীর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিস প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হারুন ঘটনার পর বদলি হয়ে ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে কর্মরত ছিলেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, ‘হারুনের বিরুদ্ধে মামলার নথি দায়রা আদালতে রয়েছে। মামলার নথি দেখে রিমান্ড শুনানির তারিখ ঠিক করা হবে।’

এদিকে শহীদ শিক্ষার্থীদের স্বজন ও সহপাঠীরা আসামি হারুনের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সেদিন সেই গাড়িতে কারা ছিলেন তাদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা