ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ২৩:৪৯ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ০০:০২ এএম
ফেনী পৌরসভার উত্তর সহদেবপুরে একটি কলোনি পুড়ে ছাই। প্রবা ফটো
অগ্নিকাণ্ডের ঘটনায় ফেনী পৌরসভার উত্তর সহদেবপুরে একটি কলোনি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছু বুঝে ওঠার আগেই গ্যাসের লিকেজ থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কমপক্ষে ৪০টি পরিবারের আসবাবসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
সাহেদা আক্তার নামে কলোনির এক বাসিন্দা বলেন, ‘আমরা সবাই দিনমজুর, দিনে এনে দিনে খাই। আল্লাহর রহমতে আমরা প্রাণে বেঁচে গেলেও নিজেদের জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারিনি।’
আবদুল করিম নামে স্থানীয় এক যুবক বলেন, ‘আগুন লাগার সংবাদ শুনেই এলাকাবাসী ছুটে আসেন। পাশের জলাধার থাকে আমরা অনবরত পানি ঢেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।’
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন বলেন, ‘কলোনিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ইউনিট ছুটে যায়। পাশে জলাশয় থাকায় সেখান থেকে পানি সংগ্রহ করা সহজ হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত সেটি তদন্ত করে বলা যাবে।’
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছি। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’