× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপুরে শেষ হলো ৭ দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৯:৫৩ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ২০:৪৩ পিএম

কমরেড মণি সিংহ মেলায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ। প্রবা ফটো

কমরেড মণি সিংহ মেলায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ। প্রবা ফটো

ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের স্মরণে নেত্রকোণার দুর্গাপুরে সপ্তাহব্যাপী কমরেড মণিসিংহ মেলা শেষ হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) রাতে আলোচনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

দুর্গাপুর পৌরশহরের বাগিচাপাড়া এলাকায় অবস্থিত টঙ্ক শহীদ স্মৃতি স্তম্ভ চত্বর এবং স্থানীয় এমকেসিএম উচ্চ বিদ্যালয় মাঠে কমরেড মণিসিংহ মেলা উদযাপন কমিটি আয়োজনের সাতদিনের এই মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা এখানে ছুটে আসেন। মেলার শেষ দিনে ছিল উপচে পরা ভিড়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুকরিত হয়ে ওঠেছে মেলা প্রাঙ্গণ। এবারে মেলায় আসবাবপত্র, কুটিরশিল্প, পোশাক, বাঁশের আসবাবপত্র, খাবার হোটেলসহ প্রায় ১ হাজারের বেশি স্টল বসেছে। আর প্রতিটি স্টলেই ছিল ক্রেতা ও বিক্রেতায় পরিপূর্ণ।

এছাড়াও প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মেলায় নাচ, গান এবং নাটকও মুগ্ধ করছে আগত দর্শনার্থীদের।

সোমবার (৬ জানুয়ারি) রাতে সমাপণী অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা সিপিবি’র সভাপতি আলকাছ উদ্দীন মীরের সভাপতিত্বে, সিপিবি’র যুগ্ম-সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় মেলা কমিটির আহ্বায়ক ও প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ।

অন্যদের মধ্যে আলোচনা করেন, মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মুকুল, মেলা কমিটির নেতা ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, জামাল উদ্দিন মাস্টার, মেলা কমিটির নেতা ও পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিম, মেলা কমিটির নেতা অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা প্রমুখ।

আলোচনা শেষে মেলা কমিটির নেতা ও বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাতদিনের এই মেলার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা