× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরের বৈষম্য নিরসনে ৮ মার্চ ঢাকায় জাতীয় কনভেনশন

রংপুর অফিস

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৯:৩৫ পিএম

রংপুরের বৈষম্য নিরসনে ৮ মার্চ ঢাকায় জাতীয় কনভেনশন

রংপুর বিভাগের বৈষম্য নিরসনে আগামী ৮ মার্চ ঢাকায় জাতীয় কনভেনশন করতে যাচ্ছে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে রংপুর নগরীর একটি হোটেল মিলনায়তনে ‘রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্রতা, শিল্পায়নে বন্ধ্যাত্ব ও বাজেট বৈষম্য নিরসনে করনীয় বিষয় কমর্শালা’ অগ্রগতি ও জাতীয় কনভেনশন প্রাক-প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান, রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। 

তিনি বলেন, জেলা-উপজেলা ভিত্তিক, দারিদ্রতার হারসহ বৈষম্যের সবদিক থেকে উত্তরবঙ্গ চ্যাম্পিয়ন। গত ৫৩ বছরের ৫৪টি বাজেটে বৈষম্যের শিকার হয়েছে উত্তরবঙ্গ। সেই বৈষম্য এখন পর্যন্ত চলমান রয়েছে। সেটি নিরসনের জন্য রংপুর বিভাগ বৈষম্য নিরসন প্লাটফর্ম কাজ করছে। বুদ্ধিভিত্তিক কর্মসূচীর মাধ্যমে রংপুরের বৈষম্য নিরসন করা হবে। শিল্পায়ন খাতে বাজেটে বরাদ্দ বাড়ানো, দারিদ্রতার হার কমানোর জন্য কৃষিকে বিশেষ গুরুত্ব দেয়া, তিস্তা বাস্তবায়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে রংপুর বিভাগের আড়াই কোটি মানুষের উন্নয়নে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, সরকারের নিজস্ব অর্থায়ন, বা অন্য কোন উন্নয়ন সহযোগিতার মাধ্যমে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। ভূ-রাজনৈতিক সংকট উত্তোরণে এ কাজে প্রতিবেশী দেশ ব্যতিত অন্য কোন দেশ বা উন্নয়ন সহযোগি সংস্থা হতে পারে। রংপুর বিভাগের উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা