× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আহ্বান শিবির সভাপতির

রাজশাহী অফিস

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৯:১১ পিএম

রাবির শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব অনুষ্ঠান পরিদর্শনে শিবির সভাপতি জাহিদুল ইসলাম। প্রবা ফটো

রাবির শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব অনুষ্ঠান পরিদর্শনে শিবির সভাপতি জাহিদুল ইসলাম। প্রবা ফটো

অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র দিবেন তাতে সবার মতামতের প্রতিফল থাকতে হবে বলে জানিয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব অনুষ্ঠান পরিদর্শন শেষে তিনি একথা বলেন। 

শিবির সভাপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে। আমরা মনে করি এটি কোন একক ব্যক্তি, দল বা আদর্শের মধ্য দিয়ে হয়নি। কাজেই ১৫ জানুয়ারি যে তারিখ ঘোষণা করা হয়েছে তাতে আমরা আশা করবো সবার মতামতের রিফ্লেকশন (প্রতিফলন) থাকবে। আমরা আশা রাখবো সেটা ঐক্যমতের ভিত্তিতে হলে বাংলাদেশের জন্য ভালো ভূমিকা রাখবে। 

ক্যাম্পাস রাজনীতি প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা যেটা চায়বে সেটাই হবে। হল দখল ও গোলামীর সংস্কৃতির এই কালচার থেকে আমরা বের হতে চাই। যেটা সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও যদি কুলশতা থাকে তারা তা অবশ্যই পরিস্কার করে গুণগত ও গঠনমূলক রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন। 

কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান চেয়ে তিনি বলেন, কোটা ব্যবস্থার ওপরই জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপিত হয়েছিল। সকল পক্ষকে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে এই বিষয়টার সমাধান হওয়া উচিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা