রাজশাহী অফিস
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৯:১১ পিএম
রাবির শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব অনুষ্ঠান পরিদর্শনে শিবির সভাপতি জাহিদুল ইসলাম। প্রবা ফটো
অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র দিবেন তাতে সবার মতামতের প্রতিফল থাকতে হবে বলে জানিয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব অনুষ্ঠান পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
শিবির সভাপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে। আমরা মনে করি এটি কোন একক ব্যক্তি, দল বা আদর্শের মধ্য দিয়ে হয়নি। কাজেই ১৫ জানুয়ারি যে তারিখ ঘোষণা করা হয়েছে তাতে আমরা আশা করবো সবার মতামতের রিফ্লেকশন (প্রতিফলন) থাকবে। আমরা আশা রাখবো সেটা ঐক্যমতের ভিত্তিতে হলে বাংলাদেশের জন্য ভালো ভূমিকা রাখবে।
ক্যাম্পাস রাজনীতি প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা যেটা চায়বে সেটাই হবে। হল দখল ও গোলামীর সংস্কৃতির এই কালচার থেকে আমরা বের হতে চাই। যেটা সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও যদি কুলশতা থাকে তারা তা অবশ্যই পরিস্কার করে গুণগত ও গঠনমূলক রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন।
কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান চেয়ে তিনি বলেন, কোটা ব্যবস্থার ওপরই জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপিত হয়েছিল। সকল পক্ষকে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে এই বিষয়টার সমাধান হওয়া উচিত।