কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৮:৫৮ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ১৯:১৮ পিএম
গাজীপুরের কালিয়াকৈরের চেয়ারম্যান বাড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিপন মিয়া নামের আরও একজন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া, সুত্রাপুর নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায়, টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসেন ছেলে সুদিপ দাস।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর বাজার থেকে ইটভর্তি একটি ট্রাক মাওনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি বাজায় এলাকায় পৌছালে কালিয়াকৈরগামী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক করিম মিয়া নিহত হন। পরে আহত অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অয়ন রায় ও সুদিপ রায় মারা যান।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই নিহারিকা বলেন, ‘কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’