গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৮:১৮ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ১৮:২০ পিএম
সিরাজগঞ্জ বাজার অভিমুখী আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইন থেকে ইঞ্জিন বগিটি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪নম্বর লাইন হয়ে রওনা হয়েছিল। হঠাৎ ট্রেনের ইঞ্জিন বগিটি লাইনচ্যুত হয়। পরে ওই ট্রেনের যাত্রীর নেমে বিকল্প পথে গন্তব্যে রওনা হয়েছে। তবে অনেকেই অপেক্ষা করছেন অন্য কোনো ট্রেনের জন্য।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের চাকা সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লাইনচ্যুত হয়েছে। তবে এতে ট্রেন চলাচল বন্ধ থাকবে না। শুধুমাত্র ইঞ্জিন তোলার আগ পর্যন্ত ৩ ও ৪ নম্বর লাইন বন্ধ থাকবে।