রাঙ্গুনিয়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৭:৩০ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ১৮:৪২ পিএম
ছবি: প্রতীকী
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার লালানগর আলমশাহ এলাকার স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, গত ৭ থেকে ৮ বছর আগে আয়েশা বেগমের সঙ্গে আবুল কালামের বিয়ে হয়। তার স্বামী প্রবাসে আছেন। স্বামী বিদেশ থাকায় আয়েশা বেগম বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকতেন। কয়েকদিন আগে তিনি স্বামীর বাড়িতে এসেছেন। আজ দুপুরে আয়েশার ননদ তার খোঁজ নিতে গেলে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘আয়েশা বেগমের মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’