× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৩:৪০ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ১৩:৪২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৬ জানুয়ারি) রাতে চকরিয়া-লামার সীমান্তবর্তী ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘূণিয়া পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই কৃষকের নাম ফরিদুল আলম পুতু প্রকাশ পুতু (৪০)। তিনি ওই এলাকার মৃত আলী আহমেদের পুত্র।

ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে ঘটনাটি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিন খাবারের সন্ধানে বন্য হাতি ওই এলাকায় ফসলি জমিতে হানা দেয়। কৃষক ফরিদুল আলম বন্য হাতির আক্রমণ থেকে তার লাউ ক্ষেত পাহারার উদ্দেশ্যে বাড়ি থেকে যাওয়ার সময় বন্য হাতির আক্রমণের স্বীকার হন। তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করলেও নিজেকে বাঁচাতে পারেননি। হাতির পায়ের আঘাতে পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, হাতির আক্রমণে ফরিদুল আলম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তার পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা