চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১২:৩৩ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৫ পিএম
দুটি ট্রলারসহ ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশের ৯০ জন জেলে ও নাবিক দেশে ফিরে এসেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলে এসে পৌঁছান তারা।
জব্দ দুটি ট্রলারের একটি এফভি মেঘনা-৫-এর মালিকানাধীন প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াহেদ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, রবিবার দুপুরে জাহাজসহ নাবিকদের হস্তান্তর করা হয়। এরপর আজ সকালে নাবিকরা চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলে এসে পৌঁছান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দুটি জাহাজের আগে সেপ্টেম্বরে ১২ জন নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। তারা এতদিন ভারতের কারাগারে ছিলেন। আমাদের দুটি জাহাজের সঙ্গে কারাগার থেকে ছাড়া পাওয়া ১২ জন নাবিকও রয়েছেন।’
এর আগে ৯ ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ৭৮ জন জেলে-নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। ঘটনার পরদিন খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে সমুদ্র থেকে ট্রলারসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে মালিকপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছিল।