× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাঁত বোর্ড চেয়ারম্যানকে অবরুদ্ধ, লিখিত আশ্বাসে মুক্তি

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ২৩:২৮ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ১২:৩৬ পিএম

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় কর্তৃপক্ষ। প্রবা ফটো

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় কর্তৃপক্ষ। প্রবা ফটো

নরসিংদী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে এক দফা দাবিতে তাঁত বোর্ড চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন কর্মকর্তা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারি)  দুপুর ২টা থেকে কলেজের সেমিনার কক্ষে তাঁত বোর্ডের চেয়ারম্যান, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলার  ইউএনও ও অধ্যক্ষসহ ১৫ জন কর্মকর্তাকে অবরুদ্ধ রাখা হয়। দফায় দফায় তাদের সঙ্গে আলোচনা করেও মানাতে পারেনি কর্মকর্তারা। পরে রাত ৯টায় জেলার রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে তাঁত বোর্ড চেয়ারম্যানের এক সপ্তাহ সময় চেয়ে লিখিত আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।

অবরুদ্ধরা হলেন- তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি), সদস্য (পরিকল্পনা ও বাস্তবায়ন) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) আকরামুজ্জামান, প্রধান হিসাব রক্ষক এবং প্রকল্প পরিচালক সুকুমার চন্দ্র সাহা, প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলী, ব্যবস্থাপক (অপারেশন) মো. মনজুরুল ইসলাম,        ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) মো. সাইফুল হক, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মাহবুবুল হকসহ অন্তত ১৫ জন।

শিক্ষার্থীদের দাবি, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় তাদের কলেজ স্থানান্তর করতে দীর্ঘদিন যাবত আন্দোলন করছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা বেশ কয়েকবার ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সভা সমাবেশ করে। মানববন্ধন করে। এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নে একাধিকবার আশ্বাস দিয়েও তা পূরণ করেনি। তাই আজ তারা এ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অনড় থাকবেন।

অবরুদ্ধ হওয়া কর্মকর্তারা বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করছি। কিন্তু শিক্ষার্থীরারা যেভাবে চাইছেন এখনই সিদ্ধান্ত দেওয়া, এটা এখনই আমাদের পক্ষে সম্ভব না। তবে ছাত্রদের দাবি নিয়ে আমরা কাজ করছি।’

রাত ৮টায় ঘটনাস্থলে আসেন নরসিংদী জেলা যুবদলের সহসভাপতি সোহরাব হোসেন, নরসিংদী জেলা বাস ট্রাক মালিক সমিতির সভাপতি  সারোয়ার হোসেন মৃধা ও জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। তারা কর্মকর্তা ও ছাত্রদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। এ সময় তাঁত বোর্ডের চেয়ারম্যান বস্ত্র মন্ত্রনালয়ের উপদেষ্টা ও সচিবদের সঙ্গে বসে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা জানায়। ছাত্ররা তা মেনে নেয়নি। এ সময় সকলের সম্মতিতে আগামী ১৩ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণে যথাযথ ব্যবস্থা নেওয়ার লিখিত আশ্বাস দেওয়া হয়।

জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, ‘শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করতেছে। ওদের দাবির পক্ষে আমাদের সমর্থন রয়েছে। শিক্ষার্থীদের পক্ষে ৭ দিনের  সময় দিয়েছি। এর মধ্যে যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র নেতারা আন্দোলন করবে। আমরা দাবি আদায় ছাড়া তখন কেউ ঘরে ফিরবো না।’ 

তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি) বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে কলেজে সভায় মিলিত হলে শিক্ষার্থীরা এক দফা দাবি আদায়ের লক্ষে আমাদের অবরুদ্ধ করে। ওরা যৌক্তিক দাবিতে আন্দোলন করতেছে। কিন্তু আমাদের হাতে দাবি পূরণের ক্ষমতা নেই। এটা একটি প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে। আমরা  চেষ্টা করব যেন দ্রুত তাদের দাবি পূরণ হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা