মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ২১:৩৯ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ২১:৫৩ পিএম
কিশোরগঞ্জে ওয়াজ মাহফিল চলাকালে এয়ারগানের গুলি ছোড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় গুলিতে দুজন আহত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) রাতে শহরের চরশোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- মুফতি আল আমিন সাদী ও বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, জেলা শহরের চরশোলাকিয়া গাছ বাজার এলাকায় কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিল চলাকালে রাত ১টার দিকে মাওলানা মুফতি আল আমিন সাদী মঞ্চে ওঠার সময় দুষ্কৃতকারীরা এয়ারগানের গুলি ছোড়ে। এতে দুই ব্যক্তি আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার পরপরই মাহফিলটি পণ্ড হয়ে যায়। এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরের দিন সোমবার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আহত মুফতি আল আমিন সাদী বলেন, ওয়াজ মাহফিল চলাকালে মঞ্চের নিচে ছিলাম। আমার সঙ্গে একজন হুজুরের সহযোগী হাঁটাচলা করছিলেন। এ সময় কে বা কারা গুলি ছোড়ে তা আমাদের জানা নেই। বর্তমানে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছি। এ বছর নিয়ে আমাদের দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল ছিল। থানায় লিখিত অভিযোগ না দিলেও মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। কিছুটা সুস্থ হয়ে তারপর অভিযোগ দেব। এ ব্যাপারে কিশোরগঞ্জের আলেম-ওলামা পরিষদও কাজ করছে। কী কারণে আমাদের ওপর এভাবে আক্রমণ করা হলো জানা নেই।
সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। শুনে ঘটনাস্থলে যাই। সকালে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কাউকে গ্রেপ্তার করা হয়নি। থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগও জমা হয়নি।