রংপুর অফিস
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ২১:৩৭ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ২১:৫২ পিএম
রংপুরে শাওন মিয়া নামে এক কিশোরের হাত-পা বাধাঁ অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের জানকি ধাপেরহাট মাদ্রাসা পাড়া এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কিশোর শাওন মিয়া ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তিনি মিঠাপুকুর উপজেলার আসকরপুর গ্রামের শাহাবুল মিয়ার ছেলে।
সদর কোতয়ালী থানার ওসি অলিভ মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে স্থানীয়রা পুকুরে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি অলিভ মাহমুদ বলেন, কিশোর শাওন মিয়া হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।