× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ সম্মেলনে পুলিশ

কোটিপতি হওয়ার নেশায় ডাকাতি

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ২০:২৬ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ২০:২৭ পিএম

কোটিপতি হওয়ার নেশায় ডাকাতি

পটুয়াখালীর বাউফলে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির পর ব্যবসায়ী শিবানন্দ রায় ওরফে শিবু বণিককে অপহরণের দুই দিন পর তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাতে উপজেলার কচুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। 

সোমবার (৬ জানুয়ারি) জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এক সংবাদ সম্মেলনে জানান, কম সময়ে কোটিপতি হওয়ার নেশায় পরিকল্পিতভাবে ডাকাতি ও ব্যবসায়ীকে অপহরণ করে অপহরণকারীরা। 

পুলিশ সুপার জানান, কম সময়ে কোটিপতি হওয়ার নেশায় ঝালকাঠি সদরের বালিগোনা গ্রামের মো. মাসুদ শরীফ ডাকাতি ও স্থানীয় ব্যবসায়ী শিবু বণিককে অপহরণের পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নে কচুয়ায় মাসুদের ভাড়া বাসায় একাধিকবার বৈঠক করেন মাসুদ ও অন্য সদস্যরা। সিদ্ধান্ত অনুযায়ী গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ৯ সদস্যের ডাকাত দল শিবু বণিকের কানু প্রিয়া ভান্ডারে ডাকাতি করে ও অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ থেকে প্রায় পাঁচ লাখ টাকা লুটসহ ব্যবসায়ী শিবু বণিককে অপহরণ করে। পরে তেঁতুলিয়া নদীর একটি নির্জন চরে শিবু বণিক আটকে রেখে পরিবারের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার পর প্রযুক্তির ব্যবহারে কচুয়ার মুন্সি বাড়ির মসজিদের সামনে থেকে অপহৃত ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত ৫ জনকে পৃথক পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঝালকাঠি উপজেলার বালিগোনা গ্রামের মাসুদ শরীফ, বাউফলের বড় ডালিমা গ্রামের মিরাজ মৃধা, একই গ্রামের জহির প্যাদা, বিধান চন্দ্র মিস্ত্রি ও ভোলার দক্ষিণ আইচার চর পাচুকিয়ার মো. মাহফুজ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ৫টি দেশীয় অস্ত্র, ৭টি মোবাইল ফোন, দুই জোড়া জুতা ও লুট করা দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মাদ সাজেদুল ইসলাম সজল, সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহম্মদ শাকুর, বাউফল থানার ওসি কামাল হোসেন প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা