× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে কৃষি কর্মকর্তার কার্যালয়ে আগুন, ক্ষতিগ্রস্ত ২ কক্ষ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১৮:৫৫ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ১৮:৫৭ পিএম

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জানুয়ারি) রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুটি কক্ষের আসবাব ও কাগজপত্র পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে সোমবার রাতে আগুন লাগে। সকাল ৮টার দিকে এলাকাবাসী আগুন দেখে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় অফিসে কর্মরত নৈশপ্রহরী কেউ ছিলেন না।

উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি অফিসে এসে দেখতে পাই কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ও পাশের কক্ষটি পুড়ে গেছে। এ সময় অনেক গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে যায়। নৈশপ্রহরীর বাড়ি কাছে হওয়ায় রাতে নিয়মিত অফিসে থাকেন না।’ তিনি জানান, তদন্ত করতে পুলিশ এসেছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সিসিটিভি ফুটেজ দেখে আমরা অগ্নিকাণ্ডের সূত্রপাত জানার চেষ্টা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা