টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের নেতারা। রবিবার (৫ জানুয়ারি) রাতে এ শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক সহসম্পাদক মাহবুবুর রহমান রাসেল, নবগঠিত টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ জেলা, উপজেলার বিভিন্ন ইউনিটের নেতারা।
টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে জড়িত সব সংবাদকর্মীকে নবগঠিত কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। সত্য ও ন্যায়ের পক্ষে আপনারা আপনাদের কলম চালিয়ে যাবেন। কোনো গোষ্ঠীর কাছে যেন কোনোভাবেই আগের মতো আর কোনো গণমাধ্যম জিম্মি না হয় সেদিকে খেয়াল রেখে এগিয়ে যান। আমরা আপনাদের পাশে থাকব, সত্যের পক্ষে আপনাদের কলম চালিয়ে নিলে এবং দেশের সব অন্যায়-অনিয়ম গণমাধ্যমে তুলে ধরলে দেশের সংস্কারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’