রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১২:০৯ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ১২:২২ পিএম
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল শহরে অজ্ঞাত এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াব প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, সকালে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াব প্রাথমিক বিদ্যালয়ের পাশে অজ্ঞাত এক নারীর গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ২৫ থেকে ২৬ বছর বয়সের ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর গুম করার উদ্দেশ্যে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিহত নারীর পরিচয় এখন পর্যন্ত মেলেনি। পরিচয় শনাক্ত ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা বলছে বলে জানান জাহাঙ্গীর আলম।