শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ২১:৫৫ পিএম
প্রবা ফটো
শেরপুরের নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে নালিতাবাড়ীর সীমান্ত এলাকার আন্ধারুপাড়া খলচান্দা আলোর ঘর স্কুলের সামনে থেকে মাদকদ্রব্যসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই মাদক কারবারির নাম মো. ওয়াসিম (৩৩)। তিনি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ইদ্রিস আলীর ছেলে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আব্ধারুপাড়া খলচান্দায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যান। ভারত থেকে পাচার করার সময় ৬৫০ বোতল ভারতীয় ‘ওলড মনক’ ব্রান্ডের মদসহ মাদক কারবারি ওয়াসিমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ওয়াসিমসহ জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।
ওসি সোহেল রানা বলেন, ‘গ্রেপ্তার ওই মাদক ব্যবসায়ী ওয়াসিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’