দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ২১:২৪ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ২১:৩৬ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে ওই বাজারের মেইন রোডে বকুল মেশিনারিজে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।
স্থানীয়রা জানায়, দুপুর আড়াইটার দিকে সানন্দবাড়ী বাজারের বকুল মেশিনারিজের দোকানের পেছনের দিকে আগুন লাগে। এতে ভবনটির প্রথম ও দ্বিতীয় তলার কয়েকটি ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে বকুল মেশিনারিজের দোকানের সকল মালামালসহ ওই ভবনে রাখা স্যানিটেশন ও প্লাস্টিকের জিনিসপত্রও পুড়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বকুল মিয়া জানান, আগুন লাগার প্রথম পর্যায়ে বোঝা যাায়নি। যখন বুঝতে পারেন তখন আগুনের দাপট পর্যাপ্ত। যা নেভানো সম্ভব নয়। আগুনে তার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানটাই তার সম্বল ছিল। এখন তিনি নিঃস্ব-অসহায় হয়ে পড়েছেন।
চরআমখাওয়া ইউপির চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জানান, দেওয়ানগঞ্জ সদর ফায়ার সার্ভিস সানন্দবাড়ী থেকে ৩০ কিলোমিটার দূরে। রাস্তাঘাট ভাঙা। এ এলাকাতে আগুনের ঘটনা ঘটলে দূরত্বের কারণে সময়মতো পাই না। সেদিক বিবেচনায় সানন্দবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন প্রয়োজন।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মবিন খান বলেন, ‘সানন্দবাড়ী বাজারে আগুনের বিষয়ে আমাদের কাছে কোনো খবর আসেনি। খবর পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো।’ রাজিবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আজহারুল ইসলাম জানান, বিদ্যুৎ সংযোগ থাকায় তাদের কাজ শুরু করতে সময় লেগেছে। দীর্ঘক্ষণ ফায়ার সার্ভিসের চেষ্টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তারা কাজ শুরু করে।