ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ২১:১৭ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ২১:১৮ পিএম
১৩ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইলিয়াসকে গ্রেপ্তার করেছে ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) ভোরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ইলিয়াস নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট চরপার্বতী গ্রামের নুরুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, ২৫ ডিসেম্বর ভোর রাতে সোনাগাজী চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। ওই মামলা তদন্তে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইলিয়াসের নাম উঠে আসে। রবিবার ভোরে অভিযান চালিয়ে বসুরহাটের চরপার্বতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি বায়েজীদ আকন বলেন, ‘ইলিয়াসের বিরুদ্ধে গাড়ি চুরি, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’