× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দর্শনা হল্ট স্টেশন

ট্রেনের যাত্রাবিরতি দাবিতে রেলপথ অবরোধ

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৯:৩০ পিএম

ট্রেনের যাত্রাবিরতি দাবিতে রেলপথ অবরোধ

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস আপ এবং একই রুটে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ডাউন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছে ছাত্র-জনতা। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে তিন ঘণ্টাব্যাপী এ রেলপথ কর্মসূচি পালন করা হয়। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে ছাত্র-জনতার উদ্যোগে রেলপথ অবরোধ শুরু হয়। অবরোধ চলাকালে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে প্রবেশ করলে সেটি আটকে দেয় আন্দোলনকারীরা। অপরদিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দর্শনার আগের স্টেশন উথলীতে আটকা পড়ে। এতে খুলনা থেকে ঢাকা ও রাজশাহীগামী এবং রাজশাহী ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।

এ সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, সহকারী কমিশনার ভূমি ও দর্শনা পৌর প্রশাসক তাসফিকুর রহমানসহ ছাত্র-জনতার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে এখানকার পরিস্থিতি জানানো হয়। একপর্যায়ে চুয়াডাঙ্গার সেনাক্যাম্পের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। আগমাী ১০ দিনের মধ্যে উল্লিখিত ট্রেন দুটির যাত্রাবিরতি দেওয়া না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আবিদ হাসান রিফাত বলেন, ‘আমরা ইতোমধ্যে এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছি। আমাদের আকাঙ্ক্ষিত ট্রেন দুটি এখনও দর্শনা হল্ট স্টেশনে থামানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে আজ (গতকাল) ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও রেলপথ অবরোধ করেছি। সেই হিসেবে আজ (গতকাল) দুপুর ১২টা থেকে দর্শনা হল্ট স্টেশনে কয়েকশ ছাত্র-জনতা অবস্থান নেয়। আমাদের ন্যায়সংগত দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’ 

চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলা এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার কয়েক লাখ মানুষ দর্শনা হল্ট স্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা