× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঁওতাল নারীকে মারধর, বাড়িতে আগুন, প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৯:২২ পিএম

সাঁওতাল নারীকে মারধর, বাড়িতে আগুন, প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ফিলোমিনা হাসদা নামের এক সাঁওতাল নারীকে মারধর এবং তার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রবিবার (৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ, এএলআরডি এবং জন-উদ্যোগ গাইবান্ধা এ কর্মসূচির আয়োজন করে। 

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জন-উদ্যোগ গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, যুব নেতা সুজন প্রসাদ প্রমুখ। 

বক্তারা বলেন, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তার সহযোগীরাই এ ঘটনার জন্য দায়ী। এজাহারে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সাঁওতালদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকে সাঁওতালদের প্রায় ২৫০ বিঘা জমি স্থানীয় বাঙালিরা নানা উপায়ে দখলে নিয়েছে। অনেক সাঁওতাল পরিবার জমি হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। এর সুযোগ নিয়ে চেয়ারম্যান জমি দখলের চেষ্টা করছেন। 

মারধরের শিকার ফিলোমিনা হাসদার ছেলে ব্রিটিশ সরেন অভিযোগ করেন, গত শুক্রবার সকালে তাদের পৈতৃক জমিতে রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাটি ভরাট শুরু করলে তাতে বাধা দেন তারা। এ সময় তার খালাতো ভাইকে মারধর করা হয়। প্রতিবাদ করতে গেলে ফিলোমিনা হাসদাকে মারধর করা হয় এবং রাতে তাদের বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। বর্তমানে ফিলোমিনা হাসদা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার রাতে চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। বক্তারা বলেন, দ্রুত আইনের আওতায় এনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী সাঁওতাল পরিবারের সুরক্ষা ও তাদের জমি ফেরত দেওয়ার দাবি জানান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা