নাটোর প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৮:২১ পিএম
নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে সিংড়া উপজেলার নিংগইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সিয়ানি মধ্যপাড়া এলাকার মঞ্জুরের ছেলে এবং রুবেল একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে। আহত সামসুদ্দিন একই এলাকার মৃত সাবের প্রাংয়ের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, রবিবার বিকালে নাদিম, রুবেল ও সামছুদ্দিন মোটরসাইকেলযোগে বগুড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে তারা নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার নিংগইন এলাকায় ওভারটেকিং করার সময় সামনে একটি গাড়ি এসে পড়ে।
তিনি জানান, এ সময় তারা নিজেদের সাইডে সেনাবাহিনীর একটি পিকআপের সামনে ঢুকে পড়লে পিকআপটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।