× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৩:৪৯ পিএম

যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু দিয়ে আজ পূর্ণ গতিতে ট্রেন চলছে। ছবি : সংগৃহীত

যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু দিয়ে আজ পূর্ণ গতিতে ট্রেন চলছে। ছবি : সংগৃহীত

যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু দিয়ে আজ পূর্ণ গতিতে ট্রেন চলছে। পরীক্ষামূলকভাবে এই ট্রেন সোমবারও চলবে। গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলানো হয়েছিল, তবে এবার ট্রেনটি পূর্ণ গতিতে চলাচল করবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রবিবার এবং সোমবার (৬ জানুয়ারি) পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন সেতুতে চলাচল করবে। একটি ট্রেন পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে, আর অন্যটি পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে যাতায়াত করবে।

প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানান, দুই দিন এই পরীক্ষামূলক ট্রেন চলাচলের মাধ্যমে সেতুতে ট্রেন চলানোর জন্য কোনো সমস্যা দেখা দেয় কিনা তা মূল্যায়ন করা হবে। 

তিনি আরও বলেন, আমরা পরীক্ষা করব যে, সেতুতে পূর্ণ গতিতে ট্রেন চালানোর জন্য সব কিছু প্রস্তুত কি না এবং কোথাও কোনো ত্রুটি থাকলে তা ঠিক করা হবে। ট্রেন চলা পরিদর্শনে রেলওয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, সেতুর উদ্বোধন আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিকে হতে পারে। প্রকল্পটির নির্মাণ কাজ ২০২০ সালের আগস্ট মাসে শুরু হয় এবং এর ব্যয় বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা দাঁড়ায়। এর মধ্যে ১২ হাজার ১৪৯ কোটি ২০ লাখ টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা