× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা ৪১ দিন জামায়াতে নামাজ পড়ে সাইকেল উপহার পেল ২৫ কিশোর

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ২২:১৮ পিএম

পুরস্কার নিচ্ছে এক কিশোর। প্রবা ফটো

পুরস্কার নিচ্ছে এক কিশোর। প্রবা ফটো

টানা ৪১ দিন মসজিদে ‘তাকবির উলা’র সঙ্গে জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২৫ জন শিশু-কিশোর। তাদের প্রত্যেককে পুরস্কার হিসেবে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের দারুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে তাদের পুরস্কারস্বরূপ বাইসাইকেল প্রদান করা হয়।

মসজিদ কমিটির সভাপতি মো. কামাল হোসেন বলেন, ‘গ্রামের শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়। নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে। আল্লাহর পরিচয় লাভ এবং সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে এজন্য এ উদ্যোগ নেওয়া হয়। এটি আমাদের একটি সাহসী উদ্যোগ ছিল। আর্থিকভাবে আমাদের একটু হিমশিম খেতে হলেও শিশুদের নামাজি করতে পেরে এবং তাদের খুশি করতে পেরে আমরা আনন্দিত।’

পুরস্কারপ্রাপ্ত কিশোর আবু ইফাজ জুনায়েদ ও মাসুদুল হাসান শিহাব বলে, আমরা পুরস্কারের জন্য নামাজ আদায় করিনি। আমরা নিজেদের জন্য নামাজ পড়েছি। তবে নতুন বছরে দারুণ উপহার পেয়ে আমরা উল্লসিত। তাছাড়া সাইকেলটি আমাদের প্রতিদিন স্কুলে যাওয়া-আসার সুবিধা হবে। আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

এই উদ্যোগের সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দীন বলেন, আমাদের উদ্দেশ্য ছিলো কোরআনের সেই বর্ণনা অনুযায়ী বাবা-মা এমন একটি সন্তান পাবে যে সন্তান হবে চক্ষু শীতলকারী। একইসঙ্গে সে সমাজের জন্যও একজন উপকারী বন্ধু হয়ে উঠবে। বিজয়ীরা একটানা ৪১ দিন বা ২০৫ ওয়াক্ত নামাজ জামায়াতে নামাজ আদায় করেছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, ‘সমাজে যখন অপরাধপ্রবণতা বাড়ছে। এমন সময়ে কিশোররা যদি মসজিদমুখী ও চরিত্রবান হয় তাহলে সৎ ও ভালো মানুষ যেমন তৈরি হবে। তেমনি মা-বাবাও সন্তানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারবেন। এমন আয়োজন আমাদের সমাজে কিশোর গ্যাং মুক্ত করবে এবং শিশু কিশোরদের নামাজের বিষয়ে উদ্বুদ্ধ করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা