নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ২১:০৯ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ২১:৪১ পিএম
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজিবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে ‘সাংবাদিক সমাজ, নড়াইল’-এর আয়োজনে নড়াইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, যুগ্ম সম্পাদক এমএম মাহাবুবুর রহমান, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন। তারা বলেন, ‘গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
সিনিয়র সাংবাদিক ভক্ত সরকার, নড়াইল প্রেস ক্লাবের সহসভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক শরিফুল ইসলাম বাবলু, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মুন্সি আসাদুর রহমান, এখন টেলিভিশনের প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক এসকে সুজয় বিশ্বাস, ভোরের কাগজের প্রতিনিধি শুভ সরকার, দৈনিক বর্তমানের প্রতিনিধি তাহের প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
গত ৩০ ডিসেম্বর শহরের শেখ রাসেল সেতুর ওপরে সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।