সিলেট অফিস
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ২০:৪৪ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ২০:৫০ পিএম
নিখোঁজ মো. তৈইবুর রহমান।
সিলেটে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে মো. তৈইবুর রহমান (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৮ ডিসেম্বর সকালে ঘর থেকে বের হয়ে আর না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজে পাচ্ছেন না।
নিখোঁজ তৈইবুর রহমান নগরীর ভাতালিয়া এলাকার ৩১ নং বাসার মৃত রতন মিয়ার ছেলে ও স্থানীয় টুকেরবাজার এলাকার শাহ খুররম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির কমার্স বিভাগের শিক্ষার্থী।
এ ব্যাপারে নিখোঁজ তৈইবুর রহমানের মা আঙ্গুরা বেগম গত ৩০ ডিসেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, কলেজ শিক্ষার্থী তৈইবুর রহমান গত ২৮ ডিসেম্বর সকালে এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের লোকজন সম্ভাব্য স্থান, আত্মীয়স্বজন ও বন্ধুদের বাড়িতে খোঁজ করে তার সন্ধান পাননি।
তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসএমপির কোতোয়ালি থানার এসআই মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিভিন্ন সূত্র ধরে তাকে খোঁজার চেষ্টা করছি। মোবাইল ফোনের কল লিস্টকে প্রাধান্য দিয়ে তদন্তকাজ চালিয়ে যাচ্ছি। আশা করি শিগগিরই ভালো খবর মিলবে।