× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুল উৎসব চট্টগ্রামের ঐতিহ্যে রূপ নেবে : মন্ত্রিপরিষদ সচিব

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১৯:১২ পিএম

ফুল উৎসব চট্টগ্রামের ঐতিহ্যে রূপ নেবে : মন্ত্রিপরিষদ সচিব

ফুল উৎসব একসময় চট্টগ্রামের ঐতিহ্যে রূপ নেবে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। শনিবার (৪ জানুয়ারি) চট্টগ্রামের ডিসি পার্কে তৃতীয় ফুল উৎসব উদ্বোধন করার সময় এই কথা বলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে মাসব্যাপী চট্টগ্রাম ফুল উৎসবের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্রধান অতিথি অন্য অতিথিদের নিয়ে ভাসমান ফুল বাগানসহ বিভিন্ন প্রজাতির ফুলের সমারোহ পরিদর্শন করেন।

দুই বছর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার সাগড়পাড়ের ১৯৪ একর জায়গা দখলমুক্ত করে সেখানে ডিসি পার্ক প্রতিষ্ঠা করে ফুল উৎসব শুরু করেন চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। আগে এ জায়গাটি মাদকসেবীদের আখড়া ছিল। প্রতিবছর জানুয়ারিতে এই ফুল উৎসব করছে জেলা প্রশাসন। এবারের উৎসবে ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ-গাঁদা প্রভৃতি দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির ফুলের পসরা বসেছে এ মেলায়। ফুলের সৌরভে চারদিক মাতোয়ারা। 

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন বিশেষ অতিথির বক্তৃতা করেন। স্থানীয় সরকারের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব খোরশেদ আলম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা উপস্থিত ছিলেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। টিকিটের মূল্য জনপ্রতি ৫০ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা