বগুড়া অফিস
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১৯:০৯ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ২০:২৮ পিএম
ছবি- সংগৃহীত
বগুড়ার নন্দীগ্রামে রওশন আরা নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রওশন আরার স্বামী আলেফ আলী মালয়েশিয়া প্রবাসী। তার স্ত্রী রওশন আরা ওই বাড়িতে একাই থাকতেন। শুক্রবার রাত ১০টার দিকে রওশন আরা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এক প্রতিবেশী রওশন আরার বাড়িতে গেলে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি প্রতিবেশী লোকজনকে জানান। স্থানীয় লোকজন নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেন।
বগুড়ার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, রওশন আরার মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি তারিকুল ইসলাম বলেন, ‘আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছিলাম। রওশন আরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তার শরীরে রক্তের দাগ ও যখমের চিহ্ন ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত হত্যা কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’