ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১৯:০০ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ১৯:৩৫ পিএম
‘নির্বাচনের জন্য দীর্ঘ সময় নেওয়া যাবে না। কারণ দীর্ঘ সময় নেওয়া হলে দিল্লি সেখান থেকে ষড়যন্ত্র করতে পারে। অন্তর্বর্তী সরকার তখন নির্বাচনের ব্যবস্থা করবে, নাকি দিল্লির ষড়যন্ত্র মোকাবিলা করবে।’
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছার সরকারি আরকে উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখা আয়োজিত কর্মিসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি আরও বলেন, আজকের এ অস্থিরতা ও অরাজকতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ জাতীয় ঐক্যের চ্যালেঞ্জ গ্রহণ করেছে। নিশ্চয়ই আমাদের নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের সোনার সন্তানরা রক্ত দিয়ে, জীবন দিয়ে ঋণী করে গেছে। এ রক্তের দায়, রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে।’ তিনি বলেন, ‘বাংলার লক্ষকোটি মানুষ জুলাই অভ্যুত্থানকে গ্রহণ করেছে। আবু সাঈদ, মুগ্ধের মতো মানুষ ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত ও বাংলাদেশকে বিজয়ী করেছে। প্রয়োজন হলে আরও লক্ষ আবু সাঈদ, মুগ্ধরা আবারও রক্ত দিয়ে মোকাবিলা করবে। আমাদের সেই নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরতে হবে। অবশ্য নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু।’
শেখ হাসিনাকে উদ্দেশ করে গোলাম পরওয়ার বলেন, ‘কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আপনি এই জুলাই অভ্যুত্থানের পর পাল্টা ক্যু করার চেষ্টা করলেন। আপনি জুডিসিয়ালি ক্যু করে বিচারপতিদের দিয়ে অর্ন্তবর্তী সরকার বাতিলের চেষ্টা করলেন; আনসারকাণ্ড, সচিবালয় ঘেরাও, এ দাবি, সেই দাবি, হিন্দু-মুসলিম-বৌদ্ধ আমার প্রিয় সকল ধর্মের ভাইদের উস্কে দিয়ে অরাজকতা করার চেষ্টা করলেন। এখনও সেই চেষ্টা করছেন, সচিবালয়ে আগুন দিয়ে দেশকে অকার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কোনো লাভ নেই।’
সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলার আমির অধ্যাপক মো. শামছুল হক। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ মোজাহিদের সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা দক্ষিণ মহানগরীর আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক ড. সামিউল হক ফারুকী, ময়মনসিংহ জেলা শাখার আমির আব্দুল করিম প্রমুখ।