মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫৮ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ১৯:৩৮ পিএম
‘যারা নিজের স্বার্থ বিসর্জন দিতে পারেন, তারাই দেশকে রক্ষা করতে পারেন। যে শিক্ষার্থীরা জীবন দিয়েছে, সেই তরুণ প্রজন্ম, তারাই কিন্তু এদেশের ভবিষ্যৎ। এটা মেনে নিতে হবে।’
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ড. মঈন খান আরও বলেন, ‘যেসব শিক্ষার্থী সেদিন অন্যায়ের প্রতিবাদে ক্লাসরুম ছেড়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে নেমেছিল এবং ৫ আগস্ট যুদ্ধে বিজয় হয়েছিল, তাদের ক্লাসে ফিরে গিয়ে অসম্পূর্ণ শিক্ষা সম্পন্ন করতে হবে।’
গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক ও তারেক রহমান-কোকো ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোর্শেদ হাসান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, কেন্দ্রীয় তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়াল ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বিএম রেজাউল করিম সোহাগ। এদিকে, সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভার প্রত্যন্ত অঞ্চল থেকে দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হলে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।