ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১৬:৩১ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪ পিএম
শনিবার দুপুরে ফরিদপুরের পৌরসভার চুনাঘাটা মডেল টাউন এলাকা থেকে রিকশাচালকের মরদেহটি উদ্ধার করা হয়। প্রবা ফটো
ফরিদপুরে নিখোঁজের চারদিন পর হালিম শেখ নামে এক রিকশাচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে পৌরসভার চুনাঘাটা মডেল টাউন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, হালিম শেখকে এলাকার মোখলেসুর রহমানের বাসার ভাড়াটিয়া রিকশাচালক রনি মোল্লার সঙ্গে ঘুরাফেরা করতে দেখা গেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী রনির ভাড়া বাসায় রিকশা ও বাসার পেছনে আলগা মাটি দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে আলগা মাটি সরিয়ে হালিমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, ‘৩১ ডিসেম্বর আলিপুর এলাকার বাসা থেকে বের হয়ে রিকশাচালক হালিম শেখ নিখোঁজ হয়। এর পর তাকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় নিহতের পরিবার ৩ জানুয়ারি কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আসামিকে ধরতে চেষ্টা করছে।’