× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনালি দিনের আশায় উপকূলে নারীর লড়াই

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১২:২৪ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি গ্রামে ক্ষেতে কাজ করছেন সবিতা রানী। সম্প্রতি তোলা। প্রবা ফটো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি গ্রামে ক্ষেতে কাজ করছেন সবিতা রানী। সম্প্রতি তোলা। প্রবা ফটো

নদীর বেড়িবাঁধ ভাঙন, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ জয় করেই টিকে আছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে বহু পরিবার শেষ সম্বলটুকুও  হারায়। তবে পশুপালন ও বসতবাড়ির আঙিনায় শাকসবজি চাষে কিছুটা সচ্ছলতা ফিরেছে অনেক পরিবারে। স্বামীদের পাশাপাশি পরিবারে ইতিবাচক ভূমিকা রাখছেন এসব অঞ্চলের নারীরা। এতে পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা অর্জন ও জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছেন তারা।

জানা গেছে, উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার পানি ও মাটি লবণাক্ত হওয়ায় এর আগে হতদরিদ্র পরিবারের পুরুষরাই উপার্জনে ভূমিকা রাখতেন। দেশের বিভিন্ন প্রান্তের ইটভাটায় শ্রমিক, সুন্দরবননির্ভর, গভীর সমুদ্রে মাছ ধরা এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে রিকশাচালকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। ফলে এসব পরিবারের নারীদের দিনের পর দিন পুরুষদের ওপর নির্ভর করে অপেক্ষার প্রহর গুনতে হতো। বর্তমানে দিনবদলের অগ্রযাত্রায় এসব অঞ্চলের নারীরা পরিবারে নিজেদের অবস্থান শক্ত করছেন। পাশাপাশি সামাজিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

স্থানীয় সূত্র জানায়, আশাশুনি ও শ্যামনগর উপজেলার দরিদ্র বাসিন্দাদের জীবনমান উন্নয়নে সক্রিয় গৃহিণীদের সরকারিভাবে ছাগল, ভেড়া এবং মৌসুমভিত্তিক গ্রীষ্ম ও শীতকালীন নানা প্রজাতির শাকসবজির বীজ এবং লবণাক্ত জমিতে সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া সবজি চাষে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ও ফেরোমন ফাঁদ ব্যবহারে সহযোগিতা করা হচ্ছে। তাছাড়া  দুর্যোগাকালীন যাতে সবজি উৎপাদন অব্যাহত থাকে, সেজন্য মাচা ও বেড পদ্ধতিতে চাষে উদ্বুদ্ধ করা হয়। বর্তমানে উপকূলীয় এলাকায় বস্তায় আদা চাষে উৎসাহিত করায় গ্রামের অনেক বাড়িতে বস্তায় আদা চাষ হচ্ছে। কমিউনিটি-ভিত্তিক মাছ ও সবজি চাষেও তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে সরকারি সহযোগিতা প্রয়োজনের তুলনায় অনেক সীমিত বলে জানান বাসিন্দারা। এক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর দাবি জানান তারা।

মুন্সীগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের মধুজিৎ রপ্তানের স্ত্রী দীপিকা রপ্তান জানান, স্বামীর উপার্জনের ওপরই নির্ভর করে সংসার চলত। এ অবস্থার পরিবর্তনের আশায় প্রথমে বাড়ির আঙিনায় সবজি  চাষ করেছিলাম। ফলন ভালো হওয়ায় নিজেরা খাওয়ার পর বাজারে বিক্রি করে গত বর্ষা মৌসুমে ১০ থেকে ১২ হাজার টাকা হাতে আসে। চলতি শীত মৌসুমে বড় পরিসরে বাড়ির আঙিনা ও পাশের জমিতে সবজি চাষ শুরু করেছি। এখন সংসারে স্বামীর পাশাপাশি নিজেও অর্থনৈতিক সহযোগিতা করতে পারি। সন্তানের লেখাপড়ার কিছু খরচও দিতে পারি।

পদ্মপুকুর ইউনিয়নের দক্ষিণ ঝাঁপা গ্রামের তপন কুমার মণ্ডলের স্ত্রী সবিতা রানী বলেন, অভাবের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামীর ওপর নির্ভরশীল ছিলাম। একপর্যায়ে ঝুঁকি নিয়ে নদীতে চিংড়ি পোনা ধরতাম। বর্তমানে ভেড়া পালন ও সবজি চাষে আমি স্বাবলম্বী। আর স্বামীর কাছে কিছু চাইতে হয় না। নিজের টাকা দিয়ে নিজের প্রয়োজন মেটাতে পারি।

বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদের সদস্য কাজল কান্তি সরকার বলেন, নারীরা এতদিন ঝুঁকি নিয়ে সুন্দরবনের নদীতে চিংড়ি পোনা সংগ্রহ করতেন। এতে নানা রোগে আক্রান্ত হতেন। বাড়ির পতিত জমিতে সবজির চাষ করেন, এখন এতে তাদের পরিবার সচ্ছল।

শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, লবণাক্ত এলাকায় আমরা ইতোমধ্যে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদের জন্য নারীদের প্রশিক্ষণ দিয়েছি। এতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন এ অঞ্চলের নারীরা।

শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপসহকারী মাহবুবুর রহমান। তিনি বলেন, এলাকায় আধুনিক পদ্ধতিতে প্রাণিসম্পদ পালনের প্রশিক্ষণ ও টিকা সরকারিভাবে ব্যবস্থা করা হয়েছে। এতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে নারীরা এগিয়ে আসছেন। আমরা সব ধরনের সহযোগিতা দিচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা