টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২৩:২৮ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ২৩:৪১ পিএম
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে ওই ১৪ কনস্টেবলকে অব্যাহতি প্রদান করা হয়।
আদেশে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে ২ জানুয়ারি অপরাহ্ণ হতে প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে তাদের অব্যাহতি প্রদান করা হলো।
এদিকে অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা বৃহস্পতিবার রাতেই ট্রেনিং সেন্টার ত্যাগ করে যার যার বাড়িতে চলে যান বলে জানা গেছে।
মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ জুন থেকে ৫৪তম ব্যাচের টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৭৯৩ জনের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এদের মধ্যে ৬ জন অসুস্থ হওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরবর্তী সময়ে ৭৮৭ জন কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছিলেন। ১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটির তারিখ বাতিল করে চলতি বছরের ১২ জানুয়ারি করা হয়।
প্রশিক্ষণ থেকে অব্যাহতি পাওয়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের রমজান মিয়া জানান, প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে ছিল। সমাপনী কুচকাওয়াজের আগে আমাদের এভাবে অব্যাহতি দেওয়া হল। এটা দুঃখজনক। আমাদের অপরাধ কী, তা জানি না।
খুলনার কয়রা উপজেলার শাহানুর আলমের ছেলে নাঈম রহমান বলেন, আওয়ামী লীগের সমর্থন করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন । তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হয়েছে। আমার গ্রাম ও নিজ নামের আগে শেখ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের তদন্ত রিপোর্ট হয়েছে। ওই রিপোর্ট সন্তোষজনক না হওয়ায় আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের এক সহকারী পুলিশ সুপার ১৪ কনস্টেবলকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
অতিরিক্ত ডিআইজি মাহফুজা আক্তার স্বাক্ষরিত বাতিল হওয়া কুচকাওয়াজের চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রাপ্তদের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গত বছরের ২৪ জুন হতে চলমান রয়েছে। চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ গত ১৯ ডিসেম্বর নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করে চলতি বছরের ১২ জানুয়ারি পুনঃনির্ধারণ করা হয়।