× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার সারদায় প্রশিক্ষণরত আট কনস্টেবলকে অব্যাহতি

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২২:৪১ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ২২:৪৩ পিএম

এবার সারদায় প্রশিক্ষণরত আট কনস্টেবলকে অব্যাহতি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আটজন কনস্টেবলকে অব‌্যাহ‌তি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) জুম্মার নামাজের পর তাদের অব্যাহতি দেওয়া হয়। এদিন সন্ধ্যার মধ্যে তারা একাডেমি ত্যাগ ক‌রেছেন বলে পুলিশ একাডেমির একটি সূত্র নিশ্চিত করেছে।

অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবল হলেন- মো. শাকিব, মো. অন্তর, ফজলে রাব্বি, বিক্রম কুমার, নূর আজম, রিয়াজ আলী, আল মামুন ও কিংকর। তবে তাদের অব্যাহতির কোনো পত্র হাতে পাওয়া যায়নি।

একাডেমি সূত্রে জানা যায়, গত ২৪ জুন থেকে সারদা পুলিশ একাডেমিতে ৩৪৭ জন টিআরসি কনস্টেবল ছয় মাস মেয়াদী মৌ‌লিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। এর মধ্য থেকে আটজনকে শৃঙ্খলা ভঙ্গের কারণে শুক্রবার জুম্মার নামাজের পর অব্যাহতি দেওয়া হয়। প্রশিক্ষণরত কনস্টেবলদের প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান গত ১৯ ডিসেম্বর ২০২৪ নির্ধারিত ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করা হয়। উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আগামী ১২ জানুয়া‌রি পুনঃনির্ধারণ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এর আগে তিন ধাপে ৩২১ জন উপপরিদর্শকে (এসআই) মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চাকরি থেকে থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া গত ১৬ ডিসেম্বর প্রশিক্ষণরত ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে। তবে সারদা পুলিশ একাডেমিতে এবারই প্রথম আটজন কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে জানতে সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা