× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২২:৩৬ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ২২:৪৯ পিএম

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি ও ককটেল বিস্ফোরণ হয়। এতে দুইজন আহত হয়েছেন।শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে রানির দিঘির পাড় ও ভিক্টোরিয়া কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় ছেলেরা খেলছিল। এ সময় কিশোর গ্যাংয়ের শতাধিক সদস্য শটগান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় শটগানের গুলি ছুড়ে তারা।

স্থানীয়রা জানান, কুমিল্লা মহিলা কলেজ রোড এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রথমে হামলা চালায়। পরে ধর্মপুর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা পাল্টা হামলা চালানোর চেষ্টা করে। তবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসায় দুই গ্রুপের সদস্যরা পালিয়ে যায়। প্রতিপক্ষকে ঘায়েল করতে না পেরে ধর্মপুর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা নগরীর কান্দিরপাড় পূবালী ব্যাংকের সামনে জড়ো হয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ধর্মপুরের দিকে চলে যায়।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘শহরজুড়ে পুলিশি টহল অব্যাহত আছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা