কালীগঞ্জ (ঝিনাইদহ) ও উজিরপুর (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২১:৪৮ পিএম
মোটরসাইকেলে করে ফেনসিডিল (মাদক) নিয়ে যাওয়ার পথে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে রাস্তায়ই ছিটকে পড়ে ফেনসিডিলের বোতল। দুর্ঘটনায় মাদক কারবারি মোহাম্মদ মিন্টুর একটি পা ভেঙে যায়। সড়কে ফেনসিডিলের ছড়াছড়ি দেখে খবর দেওয়া হয় পুলিশকে।
খবরে পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফেনসিডিল উদ্ধারসহ আহত মাদক কারবারিকে আটক করে হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা বাজারে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জীবননগরের ঘোষনগর গ্রামের মাদক কারবারি মিন্টু একটি মোটরসাইকেলে ফেনসিডিল নিয়ে কালীগঞ্জ আসছিল। দুপুর ১টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে লাউতলা বাজারে পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মিন্টুর পা ভেঙে যায় এবং সঙ্গে থাকা ১৭০ বোতল ফেনসিডিল রাস্তায় ছড়িয়ে পড়ে।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধারে এসে দেখেন সড়কের ওপর ফেনসিডিলের বোতল ছড়িয়ে রয়েছে। তারা দ্রুত পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ফেনসিডিল উদ্ধার এবং আহত মাদক কারবারি মিন্টুকে আটক করে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আহত মাদক কারবারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার বিরুদ্ধে থানায় মামলা করা হবে।
এদিকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন পরিষদের সামনে ডিবি পুলিশ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়ন পরিষদের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জেলা ডিবি পুলিশ জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার বামরাইল বন্দরের ইউনিয়ন পরিষদের সম্মুখে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নারী মাদক কারবারি শান্তনা আক্তারকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা প্লাস্টিকের খেলনা গাড়ির ভেতর থেকে ৯ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শান্তনা আক্তার জেলার কাউনিয়ার কাকাশুরা গ্রামের হাওলাদার বাড়ির মো. সুরুজ হাওলাদারের স্ত্রী ও মৃত হাচান সরদারের মেয়ে।
উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, অভিযুক্ত নারী মাদক কারবারির বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।