× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভেদ দূর করে মুসলমান জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে : মঈন খান

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২১:৩২ পিএম

বিভেদ দূর করে মুসলমান জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, যে ইসলাম এক দিন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ইসলামকে শক্তিশালী রাখতে বিশ্বের মুসলমান জাতিকে সকল দ্বিধা-দ্বন্দ্ব ও বিভেদ দূর করে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পলাশের ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, আজ থেকে ৪৪ বছর আগে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। একটি একদলীয় বাকশাল শাসনব্যবস্থা থেকে এদেশকে মুক্ত করেছিলেন। দেশের সংবিধানে একটি মহান বাক্য যুক্ত করেছিলেন, আর সেটি হলো ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রের পথে রূপান্তরিত করে ১৭৭৯ সালে একটি নির্বাচন দিয়েছিলেন। সেই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি জনগণের প্রতিনিধি হিসেবে একটি উদার গণতান্ত্রিক দল সৃষ্টি করে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। সেটা ছিল জনগণের ইচ্ছায়, বন্ধুকের ইচ্ছায় নয়। জনগণকে জুলুম, অত্যাচার, ভোট থেকে বঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাই ও দিনের ভোট রাতে করে নয়। বরং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নেন।

পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন কার্যকরী কমিটির সভাপতি ইছাদ চৌধুরী, মহাসচিব আলমগীর হোসেন টিটু, উপদেষ্টা সৈয়দ মো. ইকবাল, সহসভাপতি মনিরুজ্জামান (ভিপি মনির) প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা