× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝটিকা মিছিল করায় ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২১:১৫ পিএম

ঝটিকা মিছিল করায় ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

নেত্রকোণায় ঝটিকা মিছিল বের করার ঘটনায় নিষিদ্ধি ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) বিভ্ন্নি সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেনÑ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি চিন্ময় সরকার, সহক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার, সদস্য সিন্ধ বণিক বিশাল, লোকমান হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা ও সদস্য রাহুল রায়। 

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, আটকরা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্য হয়েও বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তথা নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। জনসাধারণকে আতঙ্কিত করার লক্ষ্যে মিছিল করার কারণে আটক ছয়জনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে পৌর শহরের বড় মসজিদ রোড থেকে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কৌশিক রায় ও সুচন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন সদস্য ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেরী বাজার প্রধান সড়ক হয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী ছয়জনকে আটক করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা