× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২১:১৫ পিএম

শীতে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে শহিদা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শহিদা বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের আরাজি চন্দনবাড়ী নতুনহাট গ্রামের মৃত পবার উদ্দীনের স্ত্রী।

মৃতের পারিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শহিদা বেগম শীত নিবারণের জন্য বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরের চুলায় আগুন পোহাতে যান। এ সময় অসাবধানতাবশত চুলার আগুনে পড়ে যায় তিনি। এতে তার শরীরের সামনের দিক ঝলসে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দুপুর একটার সময় বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল দশটায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যুবরণ করেন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিদগ্ধ বৃদ্ধা শহিদার বুক ও হাতের চল্লিশ শতাংশ আগুনে পুড়ে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছিলাম। কিন্তু রোগীর স্বজনরা বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা সেবা গ্রহণ করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা